বিদায়ের শেষ বেলায় আমরাও তাহারা

চোখে এখনও অশ্রু টলমল করছে। চোখের অশ্রু ঝরা শুরু হয়েছে সেই প্রোগ্রামের শুরুতেই আবু তালহা ভাইয়ের বক্তব্যের মাধ্যমে। এই নিয়ে ভাই ফ্রেশার্সে তিনবার বক্তব্য দিয়েছে দুইবার বক্তব্য শুনতে পেরেছি। এইবার ছিলো তৃতীয় এবং শেষ বার। গতবছরের বক্তব্যটা হাস্যরসিক ছিলো এবারের বক্তব্যে ও সবাই হেসেছেন কিন্তু বিদায় বেলায়ও এরকম কথা বলার মানুষটার মনে কতটা কষ্ট চাপা রেখে এভাবে মানুষ কথা বলতে পারে ভাইকে দেখে বুঝা যায়।
ডিপার্টমেন্টে যখন আসি কাউকেই চিনি না বিল্লাল স্যারের ক্লাসে সেদিন একগুচ্ছ প্রশ্ন নিয়ে ক্লাস শেষে বুঝলাম এই শিক্ষক অন্যদের থেকে সত্যিই আলাদা। তাইই হলো!
৮ম ব্যাচ এবং প্রথম বর্ষ হবার সুবাধে ২য় ৩য় ৪র্থ বর্ষের সবার সাথেই পরিচিত হবার সুযোগ হয়েছে কিন্তু সদ্য মাস্টার্সদের সাথে পরিচিত হবার সুযোগ হয়নি। তবুও করিডোর ল্যাব লাইব্রেরিতে দেখায় ঠিক যতটুকু কথা বলার দরকার ছিলো ততটুকুই ছিলো।
আজ উনারা বিদায় নিয়ে যাচ্ছেন আর ডিপার্টমেন্টে আসবেন না ক্লাস করবেন না। আর বসা থেকে দাড়িয়ে শ্রদ্ধাভরে সালাম দিয়ে কথা বলার সুযোগ হবেনা। আর ডিপার্টমেন্টের কোন অনুষ্ঠানে তাদেরকে পাবোনা। তাদের বিদায় বেলায় যেন সবচেয়ে কষ্ট আমরাই পেয়েছি।
৪র্থ ব্যাচের সবাইকে প্রচন্ড মিস করবো প্রচন্ড মিস করবো।

Comments