মানুষ মানুষের জন্যে
ক্লান্ত শরির চৌকিতে এলিয়ে দিতেই কখন ঘুম রাজ্যে বিচরণ করছি তা বুজতেই পারিনাই,
সামান্য শব্দতেই ঘুম ভেঙ্গে গেল,
নিজেকে আবিষ্কার করলাম অচিন ব্যক্তির সামনে, সামান্য হচকিয়ে গেলাম,
•(অচিন ব্যক্তি) না দাদা আমি ভালো মানুষ নই, চোরই বলতে পারেন
• চোর?(আমি)
• হ্যাঁ, চোর বলতে পারেন
• আপনি নিজেকে চোর বলে দাবি করেন কেন?
• সত্যিকারার্থে আমি আজ চুরি করতেই বের হইছি
• ওহহহহ, তো কত বাড়ি চুরি করলেন
• নাহ চুরি করতে পারিনাই
• কেন
• বাসা বের হয়ে পিচ ডালা রাস্তায় হেঁটে চলছি ডানে বায়ে তাকাইনি, কিন্তু আপনার বাসার সামনে আসতেই বিদঘুটে কিছু একটা মনে হলে
• আশে পাশে তাকিয়ে দেখি আপনার বাসার দরজা খোলা, কি অদ্ভুদ না?
• হুম অদ্ভুদ তো বটেই,( ক্লান্ত শরির নিয়ে বাসায় যখন ডুকেছি তখন আর খেয়াল ছিলনা দরজায় খিল দিতে সেই সুবোধে ডুকে পড়েছেন বাসায় ভদ্র মহাশয়)
• না আমি চুরি করতে বাসায় ডুকিনাই, দরজা খোলা দেখে ভাবলাম আজ কাল চোরে উৎপাত খুব একটা কম নয়,, যদি আপনার বাসা থেকে কিছু চুরি করে নিয়ে যায়, তাই নিঃশব্দে বাসায় ডুকলাম,কিছুটা অবাক হলাম আপনার বাসায় কিছুই নেই এই চৌকি টা ছাড়া, আর হ্যাঁ"অামি ততটা ধনী লোক নই"
• (তুমি ধনী নও বুজলাম কিন্তু বাবা কেন আসছো এখানে?) হাতে সিগারেট টা নিমিত্তেই জ্বলে যাচ্ছে সেদিকে ভ্রুক্ষেপ নেই, কি যেন ভাবনার মহাসমুদ্রে হারিয়ে গেল চোর বাবাজী,
হঠাৎ কান্নার মৃদু আওয়াজ পেলাম,হ্যাঁ যে আমার সামনে বসে আছে সেই কাঁদছে,, কিন্তু কেন? আপনি কি আমার বাড়ি চুরি না করতে পেরে কাঁদছেন? "ছিঃছিঃ এসব কি বলেন, আমার মনে কিছুটা কষ্ট বাঁধা বেধেছে তাই কাঁদছি" আমার সাথে কি ভাগ করা যায় না? " হু"
আমার একমাত্র স্ত্রী নাম "তহমিনা" খুবই শ্রী, বুদ্ধীমতি, খুবই ভালোবেসে বিয়ে করেছি, ও আমাকেও ভালোবাসে প্রচুর:: গেল মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, আমি অফিসেই ছিলাম এসে দেখি খাটের উপর উপচে শুয়ে আচে, আমি একনাগালে কথা বলেই যেতে লাগলাম, কোন আওয়াজ পেলাম না" যে কিনা বাসায় আসার সাথে সাথে আমার জন্য ব্যস্ত হয়ে পড়ে সেই মানুষটাই নাকি আমার কথাতেও একটু নড়ছে না, আমি শরিরে হাত রাখতেই প্রচন্ড জ্বর টের পেলাম, দ্রুত হাসপালমতাল নিয়ে গেলাম, ডাক্তার বললো জ্বর টা খুবই খারাপ যে কোন সময় একটা কিছু হয়ে যেতে পারে,,,,,দুদিন হাসপাতাল থাকার পর ডাক্তার কিছু টেস্ট দিলো টেস্টের রিপোর্টে যা ধরা পড়লো তা শুনে আমি রীতিমত ব্রেকফেল,, দু' ঘন্টা নাগাত আমার জ্ঞান ফিরে পেলাম,"টেস্টে কি লিখা ছিল"? " আমার স্ত্রীর একটা কিডনি নস্ট হয়ে গেসে, সম্প্রীতি নতুন কিডনি স্থালাভিষিক্ত করতে হবে নচেৎ বাচানো অসম্ভব প্রায়, আমি হন্য হয়ে গত তিন দিন যাবত প্রচারপত্র, লিফলেট বিতরণ করেও কোন উন্নতি পেলাম না, তাই দুঃখ ভ্রাক্রান্ত মন নিয়ে স্ত্রীকে ঘুমের ঘড়ে রেখে বেড়িয়ে পড়লাম"" স্ত্রীকে ছেড়ে চলে আসা ঠিক হলো""? "ছেড়ে আসলাম কোহুথেকে, তার উন্নতির জন্যই পথচলা," যদি কোন রাস্তার সন্ধান পেয়ে থাকি?" আপনার বড়লোক আত্নীয় নেই কি?" যারা আচে দুদিন পর্যন্ত খোঁজ নিয়েছে তৃতীয় দিনে আর খোঁজ নেয়া জরুরি মনে করে নি" ডাক্তার কোন দিন অপারেশন করবে বলছিল"" আগামি কাল"' চলুন" "" কোথায়?"" "আপনার স্ত্রীকে দেখতে যাবো" " ও জানে ওকে দেখতে আর কেহ আসবে না আমি ছাড়া" আপনি কি যাওয়া ঠিক হবে,?" ঠিক না হলে নাই" আমি দেখা করবো" চলুন,,
হাসপাতালের বেড়ে শুয়ে থেকে মৃত্যুর প্রহর গুনা কতটা কষ্টের তা হয়তো আমার জানা নেই তবে এই ভদ্র চোর মহাশয়ের (তাকে আমি চোরই ধরে নিয়েছি) স্ত্রীকে দেখলে তা সেকেন্ডে সেকেন্ডে উপলব্দি করা যায়," তহমিনা! তহমিনা! ঘুম থেকে জেগে উঠলো, তুমি আসছো,,? " কাউকে পেলে আমাকে সাহায্যয করার মতো?" না গো," এমন কাউকেই পেলাম না" তবে হ্যাঁ এই স্যার কে পেয়েছি, জানিনা ইনি কি করেন, কি তার পরিচয়, তবে দেখে মনে হলো ভালো মানুষই হবে তাই তাকে তোমার কথা জানিয়েছি," ভালো করেছো অন্তত তিনি আমাকে একটু সান্ত্বনার বাণী শুনাবেন" কথা বলবে তুমি? "হ্যাঁ " মিসেস তহমিনা আমি আপনাকে দেখতে এসেছি" আপনি টেনশন নিবেন না আপনার কাল অপারেশন হচ্চে, যে ভয়ে আপনি বেডে শুইয়ে মৃত্যুর প্রহর গুনছেন সেখান থেকে ঈশ্বর আপনাকে রেহাই দিবেন" " সত্যিই বলছেন"? " হ্যাঁ " সত্যিই "আপনি একটু এবার ঘুমান অনেক রাত হয়েছে," আর হ্যাঁ" এই যে ভদ্র মহাশয় আপনি আমার সাথে আসুন একটু চাঁদের আলোয় উজ্জ্বল হয়ে আসি," হ্যাঁ চলুন"
"দাদা আপনি তহমিনা কে মিথ্যে বললেন কেন?" " মিথ্যে বলিনি সত্যিই কাল ওনার অপারেশন হচ্ছে " কিন্তু দাদা কিডনি তো ম্যানেজ করা হয়নি!!" চাপ নিবেন না একটু জোৎসনা দেখতে দেন" কি অপরূপ না? " কি দাদা? চাঁদ!!
• আমার খুব ঘুম পাচ্ছে আমি ঘুমোতে গেলাম আর ওর খেয়াল রাখতে হবে, ও আমাকে অনেক ভালোবাসে" ঠিকাছে আপনি দ্রুত যান'' ""দাদা আপনি আসছেন আপনার জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি "" হ্যাঁ আসছি আমি"" দাদা আপনি তো বলেছেন কিডনি managed হবে কিন্তু কাউকে সাথে করে আনলেন না যে" কে দেবে কিডনি?? " " কারণ কিডনিটা আমি দান করব দাদা " "আপনি আমার জন্য এত কিছু করবেন কেন" আমি আপনাকে ভালোবাসি" "আমি স্ত্রীর ভালোবাসা কি তা আমি বুঝি না" "কিন্তু আপনি বুঝেন তাই আপনার স্ত্রীকে বাঁচিয়ে তোলার দায়িত্ব আমাদেরই " "এতে যদি আপনারা দুজন শান্তি হন তবে আমি শান্তি পাব" "কথা না বাড়িয়ে চলুন থিয়েটার যাওয়া হোক" "চলুন এই থিয়েটারে"
বিকাল পাঁচটায় যখন জাগলাম তখন দেখি আমার পাশে কেউ নেই, আমি পুরোপুরি সুস্থতা অনুভব করছি" আমি বেরিয়ে পড়লাম তহমিনা কে দেখার জন্য" এখনো ঘুমিয়ে আছেন ওর জ্ঞান ফিরে নাই" চোর ভদ্রলোকের নামই জিজ্ঞেস করা হয়নি এখনও""
আপনার নামটা একটু বলুন, আপনাকে কি নামে ডাকবো আমি বুঝিনা," আমার নাম আসলাম "
আসলাম ভাই যাচ্ছি তাহমিনাকে দেখে রাখবেন
সেকি আপনি এতো উপকার করলেন আপনি তার সাথে একটু দেখা করবেন না?" দেখা না হলেও ভালোবাসা থাকবে অবিরাম " ওর দিকে একটু খেয়াল রাখবেন তার একমাত্র ভালবাসা আপনি আর আপনার একমাত্র ভালোবাসা তহমিনা ইসস কত্ত ঘন্টা এই শহরটার ছেড়ে বন্ধী রুমে আবদ্ধ ছিলাম,, নিজের কাছে এখন স্বস্তি অনুভব হচ্ছে,,
যাক অন্তত আমার দ্বারা একজন জিবনের আলো ফিরে পেল।