নির্মম ভালোবাসা
একটা বড় লোক বাবার ছেলে একটা গবির ঘরের মেয়েকে ভালোবাসে
ছেলেটি তার পিতা মাতাকে একথা বলতে পারছেনা।
আর মেয়েটিও তার পিতা মাতাকে বলতে পারছেনা।
আর মেয়েটিও তার পিতা মাতাকে বলতে পারছেনা।
এক পর্যায়ে মেয়েটি তার পিতা মাতাকে বলতে বাধ্য হলো কেননা ছেলেটি মেয়েটিকে বিবিহ করতে চায়।
মেয়েটির পিতা মাতা মেয়েটিকে অনেক বুজালো।
মেয়েটি বুজ বুজলই না।
মেয়েটি বুজ বুজলই না।
মেয়েটির কথা একটাই রাজ(ছেলেটির নাম) তাকে তার জিবনের চেয়েও অনেক বেশি ভালোবাসে। তার জন্যে হাতের রক্ত দিয়ে চিটি পর্যন্ত লিখতে পারে ।
অবশেষে মেয়েটি বাড়ি থেকে বের হয় ছেলেটির নির্স্বাথ ভালোবাসা পাবার আশা্য়
ছেলেটি তার পিতা মাতাকে বলেছেে কয়েক দিন শহরের বাইরে ঘুরতে যাচ্চি।
ছেলেটি তার পিতা মাতাকে বলেছেে কয়েক দিন শহরের বাইরে ঘুরতে যাচ্চি।
নির্দিষ্ট সময়ে রাজ আর অবনি(মেয়েটির নাম) নির্দিষ্ট জায়গায় মিলিত হলো।
এবার তারা শহরের শেষ প্রান্তে এলো
সেখানে তিনটি ছেলের সাথে দেখা করলো রাজ।
এরা রাজ এর ফ্রেন্ড
সেখানে তিনটি ছেলের সাথে দেখা করলো রাজ।
এরা রাজ এর ফ্রেন্ড
সবাই নির্দিষ্ট হোটেলে উঠলো
কাজি আসলো রাজ আর অবনির বিয়ে হলো
কাজি আসলো রাজ আর অবনির বিয়ে হলো
আজই তাদের বাসর রাত
রাজ আর অবনিকে নির্দিষ্ট রুমে দিয়ে চলে গেল ফ্রেন্ডরা।
রাজ আর অবনিকে নির্দিষ্ট রুমে দিয়ে চলে গেল ফ্রেন্ডরা।
না চলে যায়নি কেউই।
সে রাতে চার জনে মিলেে অবনিকে ধর্ষন করলো মেয়েটি বুজতেই পারেনি ব্যাপার টা কেননা আজ বাসর রাত।
তাছাড়া অন্ধকারের ভেতর,,,,,,,,
আবার ঔষধের কথা বলে রাজ নেশা করিয়েছিল অবনিকে।
সে রাতে চার জনে মিলেে অবনিকে ধর্ষন করলো মেয়েটি বুজতেই পারেনি ব্যাপার টা কেননা আজ বাসর রাত।
তাছাড়া অন্ধকারের ভেতর,,,,,,,,
আবার ঔষধের কথা বলে রাজ নেশা করিয়েছিল অবনিকে।
এভাবে আর কত্ত দিন চলবে ভালোবাসার নামে ধর্ষন।
এটাই কি ভালোবাসা?
Comments
Post a Comment