২০২০ অর্জন এবং ব্যর্থতাঃ

 অর্জন আর ব্যর্থতা জীবনের সাথেই জড়িয়ে আছে। অর্জন যদি বলতে হয় প্রতিটি দিনই হয় এক একটা অর্জন এবং ব্যর্থতা।

এবছরে উল্লেখযোগ্য অর্জন হলোঃ

-নিজের ইমোশনকে ত্যাগ করতে পারা (আগের তুলনায় নফসকে কম গুরুত্ব দিতে পারা।)

-জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারা।

-জীবনের সবচেয়ে বেশি বই পড়তে পারা এবং তা ইসলামিক বই।

-আল-কুরআন সম্পূর্ণ অর্থসহ পড়তে পারার সোভাগ্য অর্জন করতে পারা। আলহামদুলিল্লাহ।

-কিছু মিথ্যাচারের প্রমাণ নিজের কাছে পেয়েছি এবং নিজেকে সেসবের দোষী সাব্যস্ত করে কাঠগড়ায় দাড় করাতে পেরেছি।

-দুই টা শপথ মোটামুটি পালন করতে পেরেছি যদিও সম্পূর্ণ পালন করতে পারিনি।

 

 

ব্যর্থতাগুলোঃ

-কিছু ভালোবাসা হারিয়ে ফেলেছি হারিয়ে নয় বিসর্জন দিয়েছি মহৎ কিছু উদ্দেশ্যে

-অর্থ দিয়ে ক্রয় করা প্রিয় জিনিষটাই হারিয়েছি।

-ধর্ম সম্পর্কে কম জানতে পেরেছি যা জানার দরকার ছিলো তা করতে পারিনি।

-একটা শপথকে সঠিক ভাবে পালন করতে পারিনি।


২০২১ এর লক্ষ্য কি?

৩ টা লক্ষ্য যার মধ্যে একটা লক্ষ্য দুই তিনবছর আগ থেকেই ঠিক করে রেখেছি

১. এটা টপ সিক্রেট (যা পূর্ব নির্ধারিত ছিলো)

২. নফসকে নিয়ন্ত্রন করা।

৩. মোটামুটি সিক্রেট---------(০+০)

আলহামদুলিল্লাহ!

 

 

 

Comments