ঝড়ের শেষ তুমি
এই জীবন না শত্রু হয়ে মৃত্যুর স্বাদ নিবে না বন্ধু হয়ে উপকারের পেয়ালা গ্রহণ করবে।
অস্থিতিশীলতায় বেগবান স্রোতের মধ্যে ডুবে মারা যাওয়া ক্ষীণ। না গড়ে উঠা সংসারটা ভেঙ্গে গেলো পূর্ণতার আগেই। এক আয়নায় প্রিয়র চেহারা দেখার আগেই কাঁচ ভেঙ্গে হৃদয়ে আঘাত হেনেছে। কাঁচের আঘাতে চারদিক রক্তাক্ত প্রান্তরে পরিণত হয়েছে। যেন চারদিকে বিশাল মরুভূমির চর জেগেছে। ঝড় হতে দেখছো মরু ঝড়? হ্যাঁ সাইমুম ঝড় ' বালুর ঝড়। যে ঝড়ের বেগে লণ্ডভণ্ড করে দিচ্ছে পাতানো সংসারগুলো। দুই মরুর দুই প্রান্তে ছিঁটকে পড়েছে দুইটি হৃদয়। এমনতো ছিলোনা আগে এই অস্থিতিশীলতা। এখন প্রতীক্ষায়' একটি পথের, দুই মরুর হারানো পথগুলোর সন্ধানে। আজ হৃদয়ের সবকিছু যেন উল্টেপাল্টে গিয়েছে। হয়েছে অধীর পথের সন্ধানে আজ ধ্যানে মগ্ন। নির্জনে পুরোহিতের বেশে বসে আছে মরু ঝড়ের সামনেই আজ সাফল্য বা ব্যর্থতার গ্লানিবোধ নিয়েই মৃত্যুর কোলে ঢলে পরবে দুটি হৃদয়।
#দুইএপ্রিলদুইহাজারবিশ
অস্থিতিশীলতায় বেগবান স্রোতের মধ্যে ডুবে মারা যাওয়া ক্ষীণ। না গড়ে উঠা সংসারটা ভেঙ্গে গেলো পূর্ণতার আগেই। এক আয়নায় প্রিয়র চেহারা দেখার আগেই কাঁচ ভেঙ্গে হৃদয়ে আঘাত হেনেছে। কাঁচের আঘাতে চারদিক রক্তাক্ত প্রান্তরে পরিণত হয়েছে। যেন চারদিকে বিশাল মরুভূমির চর জেগেছে। ঝড় হতে দেখছো মরু ঝড়? হ্যাঁ সাইমুম ঝড় ' বালুর ঝড়। যে ঝড়ের বেগে লণ্ডভণ্ড করে দিচ্ছে পাতানো সংসারগুলো। দুই মরুর দুই প্রান্তে ছিঁটকে পড়েছে দুইটি হৃদয়। এমনতো ছিলোনা আগে এই অস্থিতিশীলতা। এখন প্রতীক্ষায়' একটি পথের, দুই মরুর হারানো পথগুলোর সন্ধানে। আজ হৃদয়ের সবকিছু যেন উল্টেপাল্টে গিয়েছে। হয়েছে অধীর পথের সন্ধানে আজ ধ্যানে মগ্ন। নির্জনে পুরোহিতের বেশে বসে আছে মরু ঝড়ের সামনেই আজ সাফল্য বা ব্যর্থতার গ্লানিবোধ নিয়েই মৃত্যুর কোলে ঢলে পরবে দুটি হৃদয়।
#দুইএপ্রিলদুইহাজারবিশ
Comments
Post a Comment